ছাদে সবজি চাষ

 📚 ছাদে সবজি চাষ  📚


👉  ছাদ বাগানের উদ্দেশ্য বাগান করার জন্য আবশ্যিক বিবেচ্য বিষয় 

👉 সবজি চাষের মাধ্যম আদর্শ গ্রোয়িং মিডিয়ার উদাহরণ 

👉 ছাদে বাগানের জন্য টপ বা কনটেইনার

👉 সবজি নির্বাচন 

👉 সারা বছর বিভিন্ন সবজির যোগান নিশ্চিত করার জন্য সবজির পঞ্জিকা 

👉 চারা উৎপাদন ছাদ বাগান ব্যবস্থাপনার যন্ত্রপাতি 

👉 সেচ নিষ্কাশন ব্যবস্থা 

👉 বাউনি/ জাংলা/ মোচা দেওয়া মালচিং 

👉 আগাছা দমন, অপ্রয়োজনীয়, বয়স্ক, মড়া শাখা অপসারণ

👉 পোকামাকড় দমন 

👉 ফল ধারণ বৃদ্ধিতে কৃত্রিম পরাগায়ন

👉 ফসল সংগ্রহ ছাদে সবজি বাগানের মডেল সম্পর্কে জানতে পারবেন এই বইটিতে। 


বইটি ফ্রিতে পেতে #কৃষি_হাত_বই | Agri Solution's এ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে।


এছাড়াও এই এ্যাপে রয়েছে ফসলের আধুনিক চাষাবাদ সম্পর্কিত বই, ফসলের আধুনিক উচ্চ ফলনশীল জাত, লিফলেট, কৃষি পরামর্শ, কৃষি সংবাদ কৃষি আবহাওয়া বার্তা পাবেন। ফসলের সার বালাইনাশক এর পরিমিত ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। 


শেয়ার করে সবাইকে এ্যাপটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফ্রুট ব্যগিং প্রযুক্তি এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন পদ্ধতি

হাইব্রিড ভুট্টা উৎপাদনের উত্তম কলাকৌশল